পুজোয়নীয় স্বামী বাগীশানন্দ মহারাজ দেহ রেখেছেন কি করবো, কি করবো না ?

পুজোয়নীয় স্বামী বাগীশানন্দ মহারাজ Revered Swami Vagishanandaji Maharaj, দেহ রেখেছেন কি করবো কি করবো না

পুজোয়নীয় স্বামী বাগীশানন্দ মহারাজ দেহ রেখেছেন কি করবো, কি করবো না ?,revered Swami Vagishanandaji Maharaj,
পুজোয়নীয় স্বামী বাগীশানন্দ মহারাজ দেহ রেখেছেন কি করবো, কি করবো না ?,revered Swami Vagishanandaji Maharaj,

 স্বামী বাগীশানন্দ মহারাজ দেহ রেখেছেন কি করবো ? কি করবো না ?

সুদীপ্ত মহারাজের  কাছ থেকে সরাসরি প্রাপ্ত নির্দেষাবলী মহারাজের দীক্ষিতদের প্রতি :
  1. আজ থেকে 12 দিন নিরামিষ আহার 
  2. বেশী করে জপ ধ্যান 
  3. আসন ব্যাবহার ও যাদের মালা আছে ব্যাবহার করবেন কোনে নিষেধ নেই সন্ন্যসী গুরুর দেহত্যাগে কোনো অশুচি হয়না
  4. পূজাপাঠে কোনো বাধা নেই

আমরা সবাই জানি তিনি বেলুড় মঠ সংঘ গুরু ,তাই আমরা কি করবো কি করণীয় আছে আমাদের।

যেহেতু তিনি বেলুড় মঠ এ সংঘ গুরু , তাই আমরা বেশি করে জপ ধ্যান করবো এবং গুরুদেব কথা পালন করবো সেই দীক্ষার দিন কি বলেছেন সেই কথা চিন্তা করবো।

বেলুড় মঠে যদি দর্শন এর ব্যবস্থা হয় তবে শেষ দর্শন করতে পারবো এই চেষ্টা করবো এবং তেরোদিন হবিসন্ন্য করবো এই নিয়ম পালন করবো যারা কেবল গুরুদেব এর কাছে দীক্ষা নিয়েছি

যারা পূজনীয় শ্রীমৎ স্বামী বাগীশানন্দজী মহারাজের মন্ত্রশিষ্য তাদের অনুরোধ আজ রাত্রে কেউ ভাত খাবেন না।
সাবু বা ডালিয়া খেতে পারেন।
নিরামিষ খাবেন।
দীক্ষার আসনে কেউ বসে জপ করবেন না।
অন‍্য আসনে বসে জপ করতে পারেন।
বেশি করে জপ করুন।
হরি ওম রামকৃষ্ণ।
 
কেউ ভুলভাল খবর প্রচার করবেন না সন্ন্যাসী হওয়ার আগেই তার পিন্ডদান হয়ে যায় আর গুরুমহারাজ অপ্রকট হয়েছেন তার জন্য কোন মানবিক কার্যকলাপ বা অশৌচ পালন করার দরকার নেই
সেরকম কোনো নিয়ম নাই তবে কেউ নিজে থেকে হবিষা ন্য করতে চাইলে করতে পারেন কিন্তু সেটাই পুরোটাই সেই ব্যক্তির উপর নির্ভর করবে
হ্যাঁ কেউ যদি মনের দুঃখে খাবার পরিত্যাগ করে তাহলে আমরা কিছু করতে পারি না কিন্তু আমরা কাউকে ভুলভাল তথ্য প্রচার করব না নিয়ম পালনে গুরুদেবের পুন্য হবার প্রশ্নই আসেনা।
গুরু ব্রহ্মজ্ঞ।
নিয়ম পালনে শিষ্যের গুরুর সাথে আত্মিক যোগ হয়। পুন্য কিছু হলে তা শিষ্যের হয়। যার ইচ্ছে সে করবে। মঠের মহারাজের সাথে ফোনে যোগাযোগ করে এই নির্দেশ পেয়েছি। ইতিপুর্বে অন্য গুরুর ক্ষেত্রে আমাদের নিকটবর্তী মঠে ভান্ডারা হয়েছে। আমি সেই ভান্ডারায় প্রসাদ পেয়েছি।
আমাকে মঠের মহারাজ বলেছেন পিতৃ বিয়োগ হলে যেরুপ আচার করতে হয় সেরুপ আচার এখানেও করতে হয়। শুধু শ্রাদ্ধ করতে হয়না। পরিবর্তে ভান্ডারা হয়।

"<yoastmark

We are sorry to announce the passing away of our dear and revered Swami Vagishanandaji Maharaj, Vice-President,
Ramakrishna Math and Ramakrishna Mission,
at Seva Pratishthan, Kolkata,
Today (12 March 2021) at 7.10 pm due to a massive heart attack. 
He was 91.  Details of cremation will be informed later on.
HQ Office
Belur Math

Leave a Comment