সিজার কীসের কষ্ট শুধু পেট কাটে!!! পুরো পোস্টটি পড়ুন

ছবিটি দেখে কেউ যৌনতা খুঁজতে যাবেন না। বরং পুরো পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন

সিজার কীসের কষ্ট শুধু পেট কাটে!!! পুরো পোস্টটি পড়ুন
সিজার কীসের কষ্ট শুধু পেট কাটে!!! পুরো পোস্টটি পড়ুন

একটা সিজার মানে বাচ্চা জন্মের পর থেকে একটা মায়ের মৃত্যুর আগ পযর্ন্ত প্রতিবন্ধি হয়ে বেঁচে থাকা।

আরে যাদের নরমালে বেবী হয় তাদের নাড়ি ছেড়া ধন হয়,,,,,

আর যাদের সিজার হয় তাদের হয়তো নাড়ি ছেড়া হয়না কিন্তু নাড়ি কাটা ধন হয়।

সিজারে কীসের কষ্ট শুধু পেট কাটে!!!

৭টা পর্দা কেটে বেবীটাকে দুনিয়াতে আনতে হয়।(classical caesarean section)

হয়তোবা সিজার করার আগে এ্যানেসথেসিয়ার(spinal anaesthesia for caesarean section) জন্য বুঝা যায়না পেট কাটাটা।

আধা ঘন্টার ভিতর ৩টা স্ল্যালাইন শেষ হয়।

কিন্তু মোটা সিরিন্জের মেরুদন্ডে দেওয়া এই ইনজেকশনটা সারাজীবন কষ্ট দেয়।

কখনো অবস হয়ে থাকে আবার কখনো বসা থেকে উঠা যায়না,,,,,কাপড় কাচা যায়না,,,,

ভারী কিছু উঠানো যায়না তবুও মেয়েরা সব কিছু করে এবং করার চেষ্টা করে।

করতেও হবে কারণ তারা মেয়ে ।

বিশ্বাস কর যখন অবসের মেয়াদটা চলে যায় তখন একটা গলা কাটা মুরগীর মতো ছটফট করতে হয় মেয়েদের।

আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয় ২৪ ঘন্টায় ২৪ স্যালাইন চলে আর ইনজেকশন কাটা জায়গায় কী যে কষ্ট বলার মতো না,,,,

তার সাথে খিচুনি, শরীরের কাপুনি।

হাতে ক্যানোলাই স্যালাইন চলছে,,,

প্রসাবের রাস্তায় ক্যাথেতার নিথর শরীর থরথর কাঁপছে,,,

মাথাটাও ভারী হয়ে আছে তবুও শত কষ্ট উপেক্ষা করে বাচ্চাকে বেস্ট ফিডিং করায় মেয়েরা।

তারপর ও বাচ্চার প্রতি টান নেই বলা যায় কী।??????

মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কীসের কষ্ট।

যদি শুনতে হয় সিজারিয়ান মায়েদের বাচ্চাদের প্রতি টান নেই কেমন লাগে কথাটা শুনতে।

খুব কষ্ট লাগে তখন।❤❤

Read More 

ইঞ্জেকশন কি ও কি ভাবে দিবেন ইঞ্জেকশন কি দিতেই হবে II Injection

সিজারিয়ান মায়েদের এই কষ্টটা সারা জীবনের | এই সময়ের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস টা কিনে নিলাম|

Leave a Comment